• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমার অসহায় মন!


মো : গোলাম মোস্তফা (দুঃখু) ফেব্রুয়ারি ১৫, ২০১৯, ০৩:০৪ পিএম
আমার অসহায় মন!

এখনো বসে থাকি তোমার অপেক্ষায়!
তুমি কি এখনো আগের মতো অপেক্ষা করো?

ভাবনার রঙ যখন ছবি আঁকতে চায়।
তখনি তোমার ছবি মনের জানালায়,
উকি দিয়ে বলে
সাগর পাড়ে তুমি কি এখনো আসো।
আমার সাগর কান্না ভালো লাগে না!
ঢেউ এর চিৎকার ভালো লাগে না।

মধ্যরাতে সাগরের মায়া,
আমাকে অসহায় করে রাখে।
হৃদয় আয়না তখন মাতাল থাকে,
তুমি আসবে কিনা এই ভেবে।

সাগরের ঢেউ যখন নিরব হয়,
মধ্যরাতে চাঁদের আলোতে।
তুমি আসবে কিনা খবর নিতে চায়।
আমার অসহায় মন!

তোমার কি ইচ্ছে করে সাগরের বুকে ভাসতে!
যদি ইচ্ছে হয় চলে এসো।
সাগরের বুকে,
কাঠের ভেলা হয়ে তোমার অপেক্ষায় থাকবো।
তোমার হাসি দেখার জন্য,
সাগরের বুকে বালি কণা হয়ে শুয়ে আছি।

আসবে তো মাতাল সাগরের কাছে!
চাঁদের আলোতে তোমার ছায়া দেখবো ।
সাগরের বুকে ভাসতে ভাসতে!

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

Wordbridge School
Link copied!