• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘আমি কিন্তু একাই দেশে ফিরবো না’


ক্রীড়া ডেস্ক জুন ১৮, ২০১৯, ০৯:১১ পিএম
‘আমি কিন্তু একাই দেশে ফিরবো না’

ছবি সংগৃহীত

ঢাকা: ভারতের কাছে একপেশেভাবে ম্যাচ হেরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এখন দেশে ফিরে সমর্থকদের তোপ কীভাবে সামলাবেন? সে কথা মনে করিয়ে সতীর্থদের হুমকি দিয়েছেন সরফরাজ আহমেদ। পাকিস্তান অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপ শেষে দেশে কিন্তু তিনি একাই ফিরবেন না!

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের অবস্থা বেশ নাজুক। পাঁচ ম্যাচের তিনটিতে হেরে সেমিফাইনালের পথ অনেকটাই নড়বড়ে হয়ে গেছে ১৯৯২ বিশ্বকাপজয়ীদের। বাকি চার ম্যাচের সবগুলো জিতলেও নিশ্চিত নয় শেষ চার! এখন অবস্থান পয়েন্ট টেবিলের তলানির দিকে।

আসলে পাকিস্তানের সেমির সম্ভাবনা অনেকটাই ধূসর শেষ হয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের দিনেই। আগের হারগুলো কোনরকমে হজম করে নিলেও কোহলিদের কাছে বিশাল পরাজয়ে মুখের লাগাম ছুটে গেছে পাকিস্তানি সমর্থকদের। ধৈর্য্য ধরতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমানে চলছে সরফরাজদের শাপ-শাপান্ত।

সমালোচনার কারণও অবশ্য আছে। ভারত ম্যাচের আগের রাতে সীসা লাউঞ্জে বসে গভীর রাত পর্যন্ত আড্ডারত কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের ছবি এরইমধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তার উপর ম্যাচে সরফরাজের ঘুম কাতুর চেহারা ও একাধিক ভুল সিদ্ধান্তে বেশ চটে আছে পাকিস্তানিরা। দেশটির সাবেক পেসার শোয়েব আখতার সমালোচনা করে সরফরাজকে তকমা দিয়েছেন ‘ঘিলুহীন’ অধিনায়ক হিসেবে।

এভাবে চলতে থাকলে সমর্থকদের ক্রোধের লাগাম ছুটে যাবে বলে সতীর্থদের হুঁশিয়ারি দিয়েছেন সরফরাজ, ‘কেউ যদি মনে করে তাকে দেশে ফিরতে হবে না, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। যদি খোদা খারাপ কিছু লিখেই রাখেন, তাহলে আমি কিন্তু একাই দেশে ফিরবো না।’

হারা ম্যাচের কথা ভুলে গিয়ে পরের লড়াইগুলোতে মাথা উঁচু করে খেলার বার্তা দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। একই কথা দলটির কোচ মিকি আর্থারেরও। বাকি ম্যাচগুলোতে ‘আহত বাঘ’ হয়ে লড়াইয়ের জন্য আহ্বান সাউথ আফ্রিকান কোচের!

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!