• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমি নারী-দাসি নই


মো: গোলাম মোস্তফা (দুঃখু) মে ২৮, ২০১৮, ০১:৩৫ পিএম
আমি নারী-দাসি নই

শরীর আমার নরম মাটির,
এমন কেন করছো তোমরা !
আমি নারী, দাসি নই ।

আমার আছে ঘর,
নিজের দেশের মাটিতে।
দেশ ছেড়ে এলাম বিদেশ,
নতুন স্বপ্ন নিয়ে ।

নবীর দেশে এসেছি,
বহু আশা নিয়ে ।
আল্লাহর দোহাই লাগে,
মেরো না আর মেরে না ।

কোন কথা হবে না,
তোরা কালো গরিব দাসি!  
জন্ম তোদের কাজ করা ।

চুপ করো তোমরা।
গরীব হতে পারি,
আছে সম্মান, নিজ দেশের নাম।

আমরা নারী মা।
নারী আছে বলে,
বেঁচে আছো কঠিন বিশ্বের মাঝে ।

এত কষ্ট কেন ?
আমরা নারী বলে ।

আমি নারী মানুষ,
দেখ আমার দেহ!
ভালো করে দেখ,
এই শরীর মানুষের ।

দৃষ্টি তোমার খারাপ কেন!
একবার তাকাও নিজের দিকে,
দেখতে পাবে নিজের খেলা ।

নারী আমি শান্তির বাণী,
বিশ্ব সুখের বাগান।
সম্মান করো নারী জাতিকে,
দেখ ভালো দৃষ্টিতে ।

এই চুপ চুপ!
নারী বলে এত কথা কেন?

তোমার মা যে সে নারী।
ঘরের সুখের আলো যে সে নারী,
কন্যা যখন বাবা ডাকে সে নারী ।

চুপি চুপি এত কথা,
মিষ্টি ভরা এত আশা।

স্বপ্ন গুলো বাঁচার জন্য,
সব কিছু কার জন্য।
যার আশায় এত কিছু
তাকে কেন অবহেলা ।

তুমি দুটি চোখে দেখছো,
সুন্দরময় বিশ্ব পৃথিবী।
তারই পিছনে রয়েছে,
হাজারো কষ্টের কথা।

সে তোমার মা,
সে নারী মমতাময়ী সুখ ।

নারী দাসি নয়!
নারী বিশ্ব সুখের,
মমতাময়ী একটি নাম ।

লেখক:শিক্ষার্থী-বিতার্কিক,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম

Wordbridge School
Link copied!