• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমি সারারাত ঘুমাতে পারিনি: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০১৮, ০৮:০৮ পিএম
আমি সারারাত ঘুমাতে পারিনি: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কারে যেদিন মেয়েরা হলের গেট ভেঙে রাত ১টার দিকে বেরিয়ে এসেছে সেদিন আমি সারারাত ঘুমাতে পারিনি। এতগুলো মেয়ে রাতে বের হয়ে গেলো যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার দায় কে নিতো। আমি সব সময় খোঁজ-খবর নিয়েছি। জাহাঙ্গীর কবির নানককে কথা বলার জন্য রাতেই ক্যাম্পাসে পাঠিয়েছিলাম।

বুধবার (১১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে জাহাঙ্গীর কবির নানকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, খুব দুঃখ লাগে যে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, সেই ডিজিটালের অপপ্রয়োগ হচ্ছে। ফেসবুকে স্ট্যাটাস দেখেছি একজন মারা গেছে, কোনো সত্যতা যাচাই না করেই সবাই তুলকালাম কাণ্ড ঘটালেন। এটা কোন ধরনের কথা। এজন্য কারা দায়ী। যারা দায়ী তাদের অবশ্যই বিচার হবে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!