• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমি হিরো হতে পারিনি, স্বীকার করলেন নেইমার


ক্রীড়া ডেস্ক জুলাই ১৬, ২০১৯, ০২:১৫ পিএম
আমি হিরো হতে পারিনি, স্বীকার করলেন নেইমার

ঢাকা: একটার পর একটা বিতর্ক লেগেই আছে। নেইমার মানেই যেন বিতর্ক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বারবার ডাইভ দিয়ে নিজেকে বিতর্কের তুঙ্গে রেখেছিলেন। বার্সেলোনা ছেড়ে নেইমার ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন দুরন্ত পারফর্ম করে ব্যালন ডি’অর জিতবেন বলে। কিন্তু চোট আর বিতর্ক তাঁকে অনেক দূরে ঠেলে দিয়েছে। এর মধ্যে নেইমারের ধর্ষণকান্ডও রয়েছে।

সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে লেগে যাওয়া তো ছিলই। সর্বশেষ চোটে পড়ে খেলতে পারলেন না কোপা আমেরিকা কাপে। তারপরও ব্রাজিল তার অভাব বোধ করেনি। জেসুস-কুতিনহোরা ঠিকই ব্রাজিলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। চোট আর বিতর্কে সম্ভাবনাময় একটা ক্যারিয়ার নিজেই অন্ধকারে ঠেলে দিয়েছেন নেইমার। এর মাঝেই তাঁর দল ছাড়ার গুঞ্জন বিতর্ক উসকে দিয়েছে।

সবমিলিয়ে ভালো নেই নেইমার। নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার নিলেন, এখনও কারোর রোল মডেল তিনি হতে পারেননি,‘ আমি এখনো রোল মডেল বা সুপার হিরো হওয়ার যোগ্য হতে পারিনি।’

প্রথম অনুশীলনে যোগ না দিলেও মঙ্গলবার পিএসজির অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের। তাতে কী বিতর্ক থামবে? এর মাঝেই যে ক্লাব ছাড়া কথা বলে বিতর্ক ছড়িয়েছেন নেইমার নিজেই। ব্রাজিলিয়ান তারকার বাবা বলছেন,‘ আমার ছেলে বার্সেলোনার প্রশংসা করে ভুল করেনি। ও কাউকে বা কোনো ক্লাবকে অশ্রদ্ধা করেনি।

নেইমার অবশ্য নতুন করে আর কোনো বিতর্ক ছড়াননি। তিনি নিজের ভুল বুঝতে পেরে আত্মসমালোচনা করেছেন। নেইমার বলেছেন,‘ আমি সেই সুপার হিরো এখনো হয়ে উঠতে পারিনি যে সব চাপ সামলাতে পারবে। জীবনে অনেক খারাপ স্মৃতির সাথে জড়িয়ে গিয়েছি। আমি চেষ্টা করেছি পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে পরিস্থিতি বদলাতে। কারণ আমার পরিবার বা ছেলে নয়, অনেক ছোট ছেলেই আমাকে দেখে।’

কোপা আমেরিকা খেলতে না পেরে যে খারাপ লেগেছে সেটাও জানিয়েছেন নেইমার,‘ কোপা আমেরিকা খেলতে না পারাটা খুব খারাপ হয়েছে। আমার কাছে এই টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি না থাকার পরও দেশ চ্যাম্পিয়ন হয়েছে, এটা দারুন লেগেছে। এখন আমার লক্ষ্য আবার ভালো খেলা।’

সোনালীনিউজ/আরআইবি/

Wordbridge School
Link copied!