• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আমির পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ’


ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০১৬, ০৭:১৯ পিএম
‘আমির পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ’

নিষিদ্ধাদেশ কাটিয়ে খেলায় ফেরা পেসার মোহাম্মদ আমির পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ বলে মনে করছেন পেস গ্রেট ওয়াসিম আকরাম। আগামী ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর ইংল্যান্ড সফরে চার টেস্ট, পাঁচ ওয়ানডে ও একমাত্র টি-২০ ম্যাচের জন্য ঘোণিত পাকিস্তান দলে ফিরেছেন তরুণ এ পেসার।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের চতুর্থ টেস্টে ইচ্ছাকৃত নো-বল করার কথা স্বীকার করে বৃটেনে হাজত বাস করেন এবং স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছর নির্বাসন কাটান আমির।
গত সেপ্টেম্বরে খেলায় ফেরার অনুমতি পাওয়া ২৪ বছর বয়সী এ পেসার নিষিদ্ধাদেশ উঠে যাওয়ার পর প্রথম টেস্ট খেলতে মাঠে নামতে পারেন। যুক্তরাজ্যের ভিসা পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে আকরাম বলেন, ‘আমি আমিরকে বলেছি- একমাত্র ক্রিকেটের প্রতি নজর দাও.. অন্য সব কিছু ভুলে যাও। সে একজন মেধাবী বোলার এবং পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত।’

গত ৩ জুন ৫০ বছরে পা রাখা আকরাম বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে পাকিস্তানী বোলারদের ‘খুব বেশি বিরিয়ানী’ খাওয়া থেকে দূরে থাকতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!