• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও ৪ বছর মেয়াদ বাড়ল শায়খ সুদাইসির


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১১, ২০২০, ০৭:১৭ পিএম
আরও ৪ বছর মেয়াদ বাড়ল শায়খ সুদাইসির

ঢাকা: শায়খ আবদুর রহমান সুদাইসিকে মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে আরও চার বছর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এ পদে ২০১২ সালে আস সুদাইসকে সৌদি আরবের মন্ত্রীদের সমমান মর্যাদা প্রদান করা হয়। খবর উর্দুনিউজ ডটকম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজকীয় এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল্লাহ এ আদেশ জারি করেন। শায়খ আবদুর রহমান সুদাইসি এ পদে তার মেয়াদ বাড়ানো ও তার প্রতি আস্থা রাখার কারণে বাদশাহ সালমান বিন আব্দুল্লাহ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে, শাইখ আব্দুর রহমান আল সুদাইস বর্তমান সময়ে বিশ্বের বুকে পরিচিত এক নাম। বর্তমানে তিনি পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামের প্রধান ইমামের দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশ্বজুড়ে সুমধুর তেলাওয়াতের মাধ্যমে কোটি কোটি মুসলমানের অন্তরে জায়গা করে নিয়েছেন। তার পুরো নাম আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আস-সুদাইস। 

তিনি আরব উপজাতি আনাজ কালিন সম্প্রদায়ের মানুষ। ১৯৬০ সালে সৌদি রাজধানী রিয়াদ শহরে তার জন্ম। মাত্র ১২ বছর বয়সে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করেন আস-সুদাইস। তিনি ১৯৭৯ সালে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। রিয়াদ ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 

১৯৯৫ সালে ইসলামি শরিয়তের ওপর পিএইচডি সম্পন্ন করেন। ২০০৫ সালে নির্বাচিত হন বছরের সেরা ইসলামিক ব্যক্তিত্ব। প্রথম চাকরি হিসেবে তিনি রিয়াদ ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেন। অতঃপর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। মাত্র ২৪ বছর বয়সে শাইখ সুদাইসি মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। 

কথিত আছে, শৈশবে তার মা দোয়া করেছিলেন, ‘আল্লাহ তোমাকে হারামাইনের ইমাম বানিয়ে দিক।’ ২০১২ সালে আস সুদাইসকে সৌদি আরবের মন্ত্রীদের সমমান মর্যাদা প্রদান করা হয়। মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করা হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!