• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরামবাগে হ্যাটট্রিক পরাজয় শেখ জামালের


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২, ২০১৬, ১০:০২ এএম
আরামবাগে হ্যাটট্রিক পরাজয় শেখ জামালের

আরামবাগ ক্রীড়া সংঘের কাছে আবারও হারলো শিরোপাধারী শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় হারের তেতো স্বাদ পেল তারা। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় শেখ জামাল।

মৌসুমের শুরুর অধিনায়ক হাইতিয়ান ওয়েডসন এনসেলমে দল ছেড়ে চলে গেছেন দেশে। আরেক ফরোয়ার্ড এমেকা ডারলিংটন কার্ডের জন্য খেলতে পারেননি। নতুন আসা নাইজেরিয়ান মাইক অটোজারেরি তাদের স্থান পূর্ণ করতে পারেননি। ফলশ্রুতিতে মোহামেডান, শেখ রাসেলের কাছে ১-০ গোলে হারের পর এবার আরামবাগের কাছে হারলো জামাল।

খেলার ২০ মিনিটে  প্রথম গোলের সুযোগ পেয়েছিল আরামবাগ। মাঝমাঠ থেকে বল নিয়ে জামাল রক্ষণভাগে ঢুকে আড়াআড়ি বল দিয়েছিলেন ফরোয়ার্ড সাজিদুর রহমান সাজিদ, উদ্দেশ্য ব্রাজিলিয়ান মিডিফিল্ডার থিয়াগো টাইসন। পোস্টের নিচে জামাল গোলরক্ষক সুজন হোসেন ছিলেন একা, তবে টাইসন বল মারেন পোস্টের বাইরে। পরের  মিনিটেই জামালের গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডারবো একটি পাল্টা আক্রমণের নেতৃত্ব দেন, তবে তার শটটি ক্রসপিসের সামান্য ওপর দিয়ে বাইরে চলে যায়। 

নিয়মিতই পাল্টা আক্রমণে জামাল রক্ষণভাগে ঢুঁ মারছিল, আর এর ধারাবাহিকতায় ৪১ মিনিটে এগিয়ে যায় আরামবাগ। রবিউল হাসানের কর্নার ফিস্ট করেছিলেন সুজন হোসেন। ক্লিয়ার হয়নি বল, জামালের একজন ডিফেন্ডার ভলি শটে বল বিপদমুক্ত করতে গিয়ে দেখেন থিয়াগো টাইসনের বুকে লেগে বল আছড়ে পড়েছে জালে। বিরতির পর ৪৮ মিনিটে জামাল ফরোয়ার্ড সারওয়ার জামান নিপু একা পেয়ে গিয়েছিলেন আরামবাগ গোলরক্ষক মিতুল হাসানকে। ঝাঁপিয়ে পড়ে বল বিপদমুক্ত করেন মিতুল। 

সমতা আনা দূলে থাক বরং ৫৯ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বসে জামাল! ক্যামেরুনিয়ান মিডফিল্ডার ইয়োকো সামনিকের থ্রু পাসে  জামাল ডিফেন্স ভেদ করে ঠান্ডা মাথায় দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার আবদুল্লাহ। মিতুল হাসান ৬৩ মিনিটে বদলি খেলোয়াড় রাকিব হাসান ইভানের জোরালো শট পাঞ্চ করে কর্নার করেন তিনি, দর্শনীয় সেভ ছিল এটি। ৭২ মিনিটে বক্সের ওপর থেকে আবদুল্লাহর বাঁকানো ফ্রি-কিক বারে না লাগলে তিন গোলে এগিয়ে যেত আরামবাগ।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ল্যান্ডিং ডারবোকে বক্সের মাঝে আরামবাগ ডিফেন্ডার বাদশা মিয়া ফাউল করলে পেনাল্টি পায় জামাল। কিন্ত মাইক অটোজারেরির স্পট কিক আটকে দেন মিতুল হাসান। ১২ খেলায় আরামবাগের পয়েন্ট ১৮, জামালের পয়েন্ট ১৯।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!