• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আল-আকসা মসজিদের গেট বন্ধের নির্দেশ ইসরায়েলি আদালতের


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৩, ২০২০, ০৮:৩৬ পিএম
আল-আকসা মসজিদের গেট বন্ধের নির্দেশ ইসরায়েলি আদালতের

ছবি: ইন্টারনেট

ঢাকা: জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থান আল-আকসা মসজিদের তদারকির দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে একটি ইসরায়েলি আদালত থেকে পবিত্র আল-আকসা মসজিদের পূর্ব গেট বাব আল-রহমা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। খবর : আনাদুলু এজেন্সি।

সোমবার (১৩ জুলাই)  নির্দেশ দেয়া হয়।

জর্ডান পরিচালিত ইসলামিক এন্ডোমেন্টস কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের পুলিশ অধিদপ্তর এই ফটকটি বন্ধ করার ব্যপারে আদালতের সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। আল-আকসার শ্রেষ্ঠত্ব ইসরায়েল কর্তৃপক্ষ, যে কোনো আদালত বা রাজনৈতিক সিদ্ধান্তের চেয়ে অনেক উচ্চতর বিষয়। মুসলিমরা দখলদার ইসরায়েলের এই অবৈধ সিদ্ধান্ত সমর্থন বা স্বীকৃতি দেয় না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বাব আল-রহমা আল-আকসা মসজিদের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। ইসরায়েলি আদালত কর্তুক হঠাৎ গেটটি বন্ধ করার সিদ্ধান্তের পেছনের কারণ এখনো স্পষ্ট নয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!