• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আ’লীগের আয় বেড়েছে ৩৫ শতাংশ


নিজস্ব প্রতিবেদক     জুলাই ২৯, ২০২০, ০২:৩৫ পিএম
আ’লীগের আয় বেড়েছে ৩৫ শতাংশ

ঢাকা : নির্বাচন কমিশনে ২০১৯ সালের হিসাব বিবরণী জমা দিয়েছে আওয়ামী লীগ। বুধবার (২৯ জুলাই) নির্বাচন কমিশন সচিবের সাথে দেখা করে এই বিবরণী জমা দেন দলটির প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। এসময়, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে আওয়ামী লীগের আয় ৩৫ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি।

ড. আব্দুস সোবহান গোলাপ জানান, ২০১৯ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ২১ কোটি ২ লাখ ৪১ হাজার ৩৩০ টাকা। এর বিপরীতে ব্যয় ৮ কোটি ২১ লাখ ১ হাজার ৫৭৫ টাকা। ২০১৮ সালের উদ্বৃত্তসহ বর্তমানে আওয়ামী লীগ লাভে আছে। অর্থের পরিমান ৫০ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৫৯৩ টাকা।

নিয়ম অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত বছরের দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয় নির্বাচন কমিশনে। এ বছর আওয়ামী লীগসহ ১৮টি দল হিসাব জমা দিয়েছে কমিশনে।

আওয়ামী লীগ প্রতিনিধি দল জানিয়েছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধন বিষয়েও দলীয় মতামত ইসিতে জমা দিয়েছে দলটি।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!