• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আ.লীগের দুর্নীতির কারণেই পেঁয়াজের দাম বেড়েছে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০১৯, ০৩:২৭ পিএম
আ.লীগের দুর্নীতির কারণেই পেঁয়াজের দাম বেড়েছে

ঢাকা: আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অধক্ষতা ও তাদের মদদপুষ্ট ব্যবসায়ীদের কারণেই পেঁয়াজের দামে আজ ঊর্ধ্বগতি। শুধু পেঁয়াজ নয়, প্রত্যেকটি জিনিসপত্রের দামই ঊর্ধ্বগতি। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। 

রোববার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফকরুল বলেন, কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। ধানের দাম অত্যন্ত কম। এর মূল কারণটাই হচ্ছে এই ব্যর্থ সরকার। তারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তাই তাদের কাছে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা অগণত্রান্তিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে রয়েছি। খালেদা জিয়া কারাগারে রয়েছেন। তাকে মুক্ত করতে আমরা সব ধরনের আন্দোলনে মাঠে রয়েছি। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এ সরকার বাধ্য হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে।

এসময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান, সদস্য সচিব শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলস তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!