• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আ.লীগের নির্বাচনী প্রচারণা শুরু ১২ ডিসেম্বর


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০১৮, ০১:৩৭ পিএম
আ.লীগের নির্বাচনী প্রচারণা শুরু ১২ ডিসেম্বর

ঢাকা: আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। 

সোমবার (১০ ডিসেম্বর) ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন। এর মধ্যে নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১১ জন। পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬২ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৩০ ডিসেম্বর দেশজুড়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি প্রথমে ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করলেও রাজনৈতিক দলগুলোর দাবির মুখে ১ সপ্তাহ পিছিয়ে ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

এবার নির্বাচনে বৃহৎ দুই রাজনৈতিক জোট অংশ নিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছে মহাজোট ও বিপরীত দিকে রয়েছে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যহার রোববার(৯ ডিসেম্বর) শেষ হয়েছে। রোববার পর্যন্ত যেসব প্রার্থীর মনোনয়ন রয়েছে তারাই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!