• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
উপজেলা পরিষদ নির্বাচন

আ.লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০১৯, ০৩:১৪ পিএম
আ.লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

ঢাকা : উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। ৮৭ উপজেলায় মনোনয়ন না পেয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের ১শ’ ১৩ বিদ্রোহী প্রার্থী। যাদের সবাই দল বা সহযোগী সংগঠনের কোন না কোনো পদে আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী কুড়িগ্রাম জেলায়। কঠোর হুশিয়ারির পরও প্রথম ধাপে ৮৭ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীই আছেন ১শ’ ১৩ জন।

সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী হয়েছেন কুড়িগ্রামে। এই জলার ৯ উপজেলায় বিদ্রোহী প্রার্থী হয়েছে ৩১ জন। এর পরেই আছে সুনামগঞ্জ। এই জেলার ১০ উপজেলায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন ২৪ জন। এছাড়া রাজশাহী জেলার ৯ উপজেলায় বিদ্রোহী প্রার্থী ৬ জন, জয়পুরহাটের ৫ উপজেলায় ৩ জন, সিরাজগঞ্জের ৮ উপজেলায় ১০ জন, নাটোরের ৬ উপজেলায় ৭ জন, লালমনিরহাটের ৫ উপজেলায় ৯ জন, নেত্রকোণার ৯ উপজেলায় ৬ জন, জামালপুরে ৭ উপজেলায় ৮ জন, হবিগঞ্জের ৮ উপজেলায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৯ জন।

তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রর্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ আছে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ না করলেও কোনো কোনো উপজেলায় তাদের স্থানীয় পর্যায়ের নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গত সোমবার দেশের চার বিভাগে ১২টি জেলার ৮৬টি উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।

পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৮৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের রায়ে গত সোমবার রাজশাহীর পবা উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। এ কারণে প্রথম ধাপে ৮৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী এসব উপজেলায় মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। ১৯ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে।

এরপর দিন ২০ ফেব্রুয়ারি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়ার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। আগামী ১০ মার্চ এ ৮৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!