• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
চট্টগ্রাম সিটি নির্বাচন

আ.লীগের ১৯ কাউন্সিলরের মাথায় হাত


চট্টগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ২০, ২০২০, ০২:২৩ পিএম
আ.লীগের ১৯ কাউন্সিলরের মাথায় হাত

চট্টগ্রাম : ঢাকার দুই সিটি নির্বাচনের পর আলোচিত হচ্ছে দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এবারের নির্বাচনে সিটি করপোরেশন নির্বাচনে ৪১ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলরের পদসহ সর্বমোট ৫৫ পদ রয়েছে। 

তবে সুদ্ধি অভিযান, দলে অনুপ্রেবেশ, তৃণমূলের সঙ্গে যোগাযোগা বিচ্ছিন্ন, দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকায় এবারের সিটি করপোরেশন নির্বাচনে কপাল পুড়েছে ১৯ পুরোনো কাউন্সিলরের। তবে এরদের মধ্যে মনোনয়ন পেয়েছেন ২৭ জন। বাকিরা নতুন প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকার কান্ডারী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কাউন্সিলর পদে মনোনয়ন বঞ্চিত বর্তমান কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে তৌফিক আহমদ চৌধুরী, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে সাহেদ ইকবাল (বাবু), ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে জহুরুল আলম জসিম, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মোরশেদ আকতার চৌধুরী, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে সাবের আহম্মেদ, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে মোহাম্মদ হোসেন হিরণ, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আবুল ফজল কবির আহমদ (মানিক), ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে এস এম এরশাদ উল্লাহ, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে এইচ এম সোহেল, ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডে আবদুল কাদের, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে মাজহারুল ইসলাম চৌধুরী, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে তারেক সোলেমান সেলিম, ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে হাজী জয়নাল আবেদিন।

সংরক্ষিত ওয়ার্ডে বাদ পড়েছেন পাঁচ নারী কাউন্সিলর। তারা হলেন- ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে জেসমিন পারভীন জেসি, ৯, ১০, ১৩ নম্বর ওয়ার্ডে আবিদা আজাদ, ১৬, ২০, ৩২ নম্বর ওয়ার্ডে আনজুমান আরা, ১২, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডে ফারহানা জাবেদ এবং ২৮, ২৯, ৩৬ নম্বর ওয়ার্ডে ফেরদৌসী আকবর।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!