• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলোচনায় তরুণ প্রার্থী-ভোটার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০১৮, ১১:১৭ এএম
আলোচনায় তরুণ প্রার্থী-ভোটার

ঢাকা: একাদশ সংসদ নির্বাচনে কমবেশি এক কোটি তরুণ ভোটার যেমন আলোচনায়, তেমনি আলোচনায় এসেছেন বড় দুই দল ও জোটের মনোনয়ন প্রত্যাশী তরুণরা। উল্লেখযোগ্য সংখ্যক সাবেক ছাত্র নেতা ও তরুণ মুখ এবার ভোটের মাঠে তৎপর। তরুণদের ভোট টানতে তরুণ প্রার্থী দেয়ার বিষয়টি বিবেচনায় রেখেছে আওয়ামী লীগ ও বিএনপি জোট।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনের বিপরীতে বিভিন্ন দল ও জোট থেকে প্রার্থী হওয়ার আবেদন করেছেন রেকর্ড সংখ্যক প্রায় ১৫ হাজার। আবেদনকারীদের উল্লেখযোগ্য একটা অংশ সাবেক ছাত্র নেতাও তরুণ। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিতে তরুণদের সংখ্যা বেশি।

ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ফরিদপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সাবেক আরেক সভাপতি মাহমুদুল হাসান রিপন চাইছেন গাইবান্ধা-৫ ও সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বাগেরহাট-৪ আসন থেকে দলের মনোনয়ন চেয়েছেন। মনোনয়ন প্রত্যাশী এই তরুণ নেতারা জাতীয় পর্যায়েও মেধার সাক্ষর রাখতে চান।

বিএনপি জোট থেকেও এমন একঝাঁক তরুণ নেতা পা রাখতে চাইছেন সংসদীয় রাজনীতিতে। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম সিরাজগঞ্জ থেকে, এস এম জাহাঙ্গীর ঢাকার উত্তরা থেকে এবং বর্তমান সভাপতি রাজিব আহসান ও আকরামুল হাসান আকরামও বিএনপির মনোনয়ন চেয়ে আবেদন করেছেন।

সাবেক ছাত্রনেতারা বলছেন, আধুনিক প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ দেশ গঠনে ভুমিকা রাখার বিষয়টি তারা ভোটারদের কাছে এখন নিজেদের তুলে ধরবেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!