• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আলোচনায় বসছে দুই কোরিয়া


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৫, ২০১৮, ১০:২৭ এএম
আলোচনায় বসছে দুই কোরিয়া

ঢাকা: দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার সম্মতি দিয়েছে উত্তর কোরিয়া। সিউলে আগামী ফেব্রুয়ারিতে বসতে যাওয়া শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে ওই আলোচনা আহ্বান জানিয়েছিল দক্ষিণ কোরিয়া।

বিবিসির খবরে বলা হয়, আশা করা হচ্ছে আগামী ৯ জানুয়ারি দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক এলাকা পানমুনজমে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

দেশটির আন্তঃকোরীয় পুনঃএকত্রীকরণবিষয়ক মন্ত্রণালয় (ইউনিফিকেশন মিনিস্ট্রি) বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, শুক্রবার সকালে এক ফ্যাক্স বার্তার মাধ্যমে আলোচনায় বসার বিষয়ে সম্মতি জানিয়েছে উত্তর কোরিয়া।

এর আগে শীতকালীন অলিম্পিকের এ আসরে অংশ নেয়ার বিষয় নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পিয়ংইয়ংয়ের প্রতি নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার আহ্বান জানায় শিউল।

অবশ্য তার আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন দক্ষিণ কোরিয়ায় একটি প্রতিনিধি দল পাঠানোর কথা বলেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, এটি ঐক্য প্রকাশের একটি অন্যতম সুযোগ হতে পারে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছেন, শীতকালীন অলিম্পিককে উত্তর ও দক্ষিণের মধ্যকার সম্পর্ক উন্নয়নে একটি যুগান্তকারী সুযোগ হিসেবে দেখছেন তিনি।

আলোচনায় অলিম্পিক ইস্যু ছাড়াও দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা হবে বলে সিউলের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৫ সালের ডিসেম্বরে এ দুই দেশের মধ্যে সর্বশেষ নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সেই আলোচনা হয়েছিল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যৌথ শিল্পাঞ্চলে।

এদিকে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে থাকার মধ্যেই নতুন বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ফের দেশটির হটলাইন চালু হয়েছে।

নতুন বছরের শুরুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রতি সুর নরম করে দেশটিতে আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসে একটি প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব দেন। তারপরই এই হটলাইন চ্যানেল চালু হয় বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!