• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলোচনায় মৌমিতার ‘ভাড়া বাড়ির বাড়াবাড়ি’


বিনোদন প্রতিবেদক আগস্ট ১২, ২০২০, ০৭:২৫ পিএম
আলোচনায় মৌমিতার ‘ভাড়া বাড়ির বাড়াবাড়ি’

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মৌমিতা মৌ। তার অভিনীত কয়েকটি সিনেমা ইতিমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এছাড়া কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। করোনার এই সময়ে সিনেমার শুটিং বন্ধ থাকায় নাটকে কাজ করছেন মৌমিতা। সম্প্রতি ‘ভাড়া বাড়ির বাড়াবাড়ি’ নামে একটি নাটকে অভিনয় করলেন তিনি।

মিজানুর রহমানের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন এস আই সোহেল ও সজল সিনহা। মৌমিতা মৌ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মারজুক রাসেল, অ্যালেন শুভ্র, নাবিলা ইসলাম, সালমান রাফি প্রমুখ।

নাটক প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, ‘কয়েক মাস ঘরে বসে ছিলাম। শুটিংয়ে অংশ নেইনি। ‘ভাড়া বাড়ির বাড়াবাড়ি’ নাটকটির জন্য প্রস্তাব আসে। নাটকটির গল্পও দারুণ তাই কাজটি করেছি। হাস্যরসে ভরপুর নাটকটি। করোনার এ সময়ে আমরা স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করেছি। খুব শিগগির মাছরাঙা টিভিতে নাটকটি প্রচার হবে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’

২০১৩ সালে নির্মাতা কালাম কায়সার পরিচালিত ‘তোমার আছি তোমারই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সিনেমাটি মুক্তির পরই চলচ্চিত্র-সংশ্লিষ্টদের চোখে পড়েন তিনি। এরপর রাজু চৌধুরী পরিচালিত ‘তুই শুধু আমার’, সায়মন তারিক পরিচালিত ‘মাটির পরী’, শামীমুল ইসলাম শামীমের ‘একমুঠো স্বপ্ন’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!