• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসন্ন পহেলা বৈশাখে ঐশীর মায়া


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০১৬, ০৫:২১ পিএম
আসন্ন পহেলা বৈশাখে ঐশীর মায়া

বিনোদন রিপোর্টার

আসন্ন পহেলা বৈশাখে ঐশী আসছেন তার নতুন একক অ্যালবাম "বেলাল খান ফিচারিং ঐশী'র মায়া" নিয়ে। ৭টি গান দিয়ে সাজানো অ্যালবামটি প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে প্রকাশিত হচ্ছে। এর গানগুলো হচ্ছে 'মায়া', 'নালিশ', 'সই', 'অচিন টান', 'দিনে দিনে', 'তুমি ছাড়া' ও 'আড়ি'। এর গানগুলো লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, সোমেশ্বর অলি এবং রবিউল ইসলাম জীবন। গানগুলোর সঙ্গীত করেছেন জে কে মজলিস।

এ প্রসঙ্গে ঐশী বলেন, 'আমি সাধারণত অন্যান্য গানের পাশাপাশি লোকধারার গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই এতে লোকধারার গানই বেশি রাখছি। আর বেলাল খান আমার জন্য খুব সুন্দর কিছু গান তৈরি করেছেন। কিছুদিনের মধ্যেই অ্যালবামের শিরোনাম গানটির ভিডিওচিত্র প্রকাশ পাবে। সব মিলিয়ে অ্যালবামটির ব্যাপারে আমি অনেক বেশি আশাবাদী।'

এদিকে, গত বছর ঐশীর প্রথম একক অ্যালবাম 'ঐশী এক্সপ্রেস' প্রকাশিত হয়েছিল। এই অ্যালবামের গানগুলো রোমান্টিক ও রক ঘরানার ছিল। এর বেশ কিছু গান শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!