• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আহত লিটন ফিরতে না পারলে কী হবে?


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২২, ২০১৯, ০৫:৪৩ পিএম
আহত লিটন ফিরতে না পারলে কী হবে?

ঢাকা: একেবারে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। গোলাপি টেস্টের উত্তেজনা বাংলাদেশে অনেকটা মিলিয়ে গেছে।

ভারতীয় পেসারদের দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংও ডেকে এনেছে বাংলাদেশের পতন। প্রথম সেশনে বাংলাদেশের রান ৬ উইকেটে ৭৩।লিটনের অবসর দিয়েই শেষ হয়েছে প্রথম সেশন। বিরতির পর যদি লিটন ফিরতে না পারেন ব্যাটিংয়ে, বাংলাদেশের ইনিংস তাহলে শেষ হতে পারে দ্রুতই!

বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান যদি শেষ পর্যন্ত আর ফিরতে না পারেন, চাইলেই ‘কনকাসন’ বদলি পাবে বাংলাদেশ। কিন্তু সেই বদলি নেওয়ার উপায় নেই। বাংলাদেশের স্কোয়াডে যে বাড়তি কোনও ব্যাটসম্যানই নেই!

পারিবারিক কারণে টেস্ট সিরিজ শুরুর আগেই দেশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। তার কোনও বদলি পাঠানো হয়নি। ইন্দোর টেস্টে চোট পেয়ে কলকাতা টেস্ট থেকে ছিটকে গেছেন টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। তারও কোনো বদলি নেওয়া হয়নি স্কোয়াডে।

স্কোয়াডে বাকি আছেন আর মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। তারা কেউই নন বিশেষজ্ঞ ব্যাটসম্যান বা কিপার-ব্যাটসম্যান।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!