• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড থেকে আসবে বিপিএলের ট্রফি


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১১, ২০১৯, ০৪:৪৯ পিএম
ইংল্যান্ড থেকে আসবে বিপিএলের ট্রফি

ঢাকা: অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিল না বিপিএলের ট্রফি। সাধারণত এ রকম আর কখনো দেখা যায়নি। অধিনায়কদের ফটোসেশনে রাখা হয় বিপিএল ট্রফি। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটারদের কোথাও দেখা যায়নি। এ কারণে হয়তো বিসিবি আলাদা করে অধিনায়কদের জন্য আলাদা একটি পর্ব রেখেছিল। 

অধিনায়কদের সামনে কেন ট্রফি রাখা হয়নি-এর ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী,‌‌ ‘বিপিএলে আমরা ট্রফি ঘটা করে উন্মোচন করি না। একই ট্রফি প্রতিবার ব্যবহার করি। তবে এবার ট্রফি নিয়ে বিশেষ পরিকল্পনা আছে। সেটা সময় মতো আপনাদের জানানো হবে। কাল অধিনায়কদের অনুষ্ঠানে এ কারণে ট্রফির পর্ব রাখা হয়নি।’

জানা গেছে, বিপিএলের ট্রফিটা বাংলাদেশে তৈরি হয় না। এটি আনা হয় ইংল্যান্ড থেকে। লন্ডনের ‘ইংকারম্যান’ প্রস্তুত করে বিপিএলের ট্রফি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে বিসিবি বিপিএলের ট্রফি তৈরির দায়িত্ব দেয় ইংকারম্যানকে। এই প্রতিষ্ঠান তৈরি করে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফিও। বিপিএলের ট্রফি তৈরিতে এবার খরচ পড়ছে ১৫–১৬ লাখ টাকা। 

সোনালীনিউজ/আরআইবি/এমএএএইচ

Wordbridge School
Link copied!