• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের জন্য খোঁড়া গর্তে পড়ল শ্রীলঙ্কাই


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৭, ২০১৮, ০৯:২৪ পিএম
ইংল্যান্ডের জন্য খোঁড়া গর্তে পড়ল শ্রীলঙ্কাই

ছবি: সংগৃহীত

ঢাকা: গর্তটা খোঁড়া হয়েছিল ইংল্যান্ডের জন্য। কিন্তু সেই গর্তে পড়ে শ্রীলঙ্কার এখন দমবন্ধ হওয়ার যোগাড়। গলে স্পিন সহায়ক ২২ গজে ইংল্যান্ড বধের পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কা৷ সেই ঘূর্ণি পিচের পরিকল্পনাই বুমেরাং হয়ে ফিরল দিনেশ চাণ্ডিমালদের দিকে৷ ইংল্যান্ডের ত্রিফলা স্পিন আক্রমণের সামনে শ্রীলঙ্কার প্রথম ইনিংস ভেঙে গেল তাসের ঘরের মতো৷

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড একসময় ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল৷ সেখান থেকে তারা প্রথম দিনের খেলা শেষ করে ৮ উইকেটে ৩২১ রানে৷ দ্বিতীয় দিনে আরও ২১ রান যোগ করে অলআউট হয় ইংল্যান্ড৷ অর্থাৎ ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৪২ রান তোলে৷ অভিষিক্ত উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ফোকস দুরন্ত সেঞ্চুরি মেরে দেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে গেল ২০৩ রানে৷ একমাত্র ফিফটি করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৫২)৷ ইংল্যান্ডের তিন স্পিনার মঈন আলি, আদিল রশিদ ও জ্যাক লিচ মিলিতভাবে ৮টি উইকেট তুলে নিলেন৷ যে ঘূর্ণিফাঁদে ইংলিশদের ফেলতে চেয়েছিল লঙ্কানরা সেখানে নিজেরাই পড়ল। মঈন তুলে নেন ৪টি উইকেট৷ লিচ ও রশিদ পান ২টি করে উইকেট৷ একটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ও স্যাম কুরান৷

১৩৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড বিনা উইকেটে ৩৮ রান তুলে দ্বিতীয়  দিনের খেলা শেষ করেছে৷ শ্রীলঙ্কার থেকে এখনই ১৭৭ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড৷

এদিন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ফোকস অভিষেক ইনিংসে ১০৭ রান করে আউট হন৷ ২০২ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি মারেন তিনি৷ দিলরুয়ান পেরেরা ৭৫ রানে ৫ উইকেট শিকার করেন৷ তিনটি উইকেট নেন সুরঙ্গা লাকমল৷

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!