• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইইউ ছাড়ার পক্ষে যুক্তরাজ্যবাসী


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৪, ২০১৬, ১১:২৮ এএম
ইইউ ছাড়ার পক্ষে যুক্তরাজ্যবাসী

ইউরোপের ২৮ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না-থাকা নিয়ে গণভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে শেষ পর্যন্ত ইইউ ছাড়ার পক্ষেই বেশি ভোট পড়েছে।

বিবিসির এক পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

বিবিসির অনলাইনে প্রকাশিত সর্বশেষ ফল থেকে জানা যায়, ইইউ ছাড়ার পক্ষে (ব্রেক্সিট) ভোট দিয়েছেন এক কোটি ৩৪ লাখ ১১ হাজার ৯১১ জন। আর ইইউতে থাকার পক্ষে ভোট দিয়েছেন এক কোটি ২৫ লাখ ৩৫ হাজার ১৪১ জন।  ৬৯টি কেন্দ্রের ফল প্রকাশের অপেক্ষায় ছিল।

স্থানীয় সময় শুক্রবার ভোররাত পৌনে ৪টা পর্যন্ত ইইউ ছাড়ার পক্ষ পাঁচ লাখ বেশি ভোটে এগিয়ে ছিল।

ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন অঞ্চলে ইইউ ছাড়ার পক্ষে ব্যাপক ভোট পড়ে। স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে থাকার পক্ষে বেশি ভোট পড়েছে। এ ছাড়া লন্ডনে থাকার পক্ষে দেদার ভোট পড়েছে।

যুক্তরাজ্যের ইইউতে থাকা না-থাকা নিয়ে ভোট শুরু হয় স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায়। ভোট শেষ হয় রাত ১০টায়। এর পরপরই বেসরকারিভাবে ফল ঘোষণা হতে থাকে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!