• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, কনের পরিবারকে অর্থদণ্ড


বরিশাল ব্যুরো মার্চ ১৭, ২০১৯, ০৬:০২ পিএম
ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, কনের পরিবারকে অর্থদণ্ড

বরিশাল : জেলার গৌরনদী উপজেলার বাঙ্গিলা গ্রামে রোববার (১৭ মার্চ) দুপুরে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় কনের পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন আদলতের বিচারক।

উপজেলার বার্থী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঙ্গিলা গ্রামের কুয়েত প্রবাসী সিরাজ সরদারের কন্যা ও চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী অপি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার দক্ষিণ রাজদী গ্রামের তোতা হাওলাদারের ছেলে রবিন হাওলাদার সঙ্গে রোববার বিয়ে দিন তারিখ ধার্য হয়। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগম একদল পুলিশ নিয়ে দুপুরে মেয়ের বাড়িতে হাজির হন।

এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় কনের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভেঙ্গে ফেলা হয় বিয়ের গেট, প্যান্ডেল। বরযাত্রীদের জন্য রান্না করা খাবারও এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!