• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউটিউবে উন্মুক্ত শাওনের ইলশেগুঁড়ি (ভিডিও)


বিনোদন প্রতিবেদক এপ্রিল ২৩, ২০১৯, ০১:৩১ পিএম
ইউটিউবে উন্মুক্ত শাওনের ইলশেগুঁড়ি (ভিডিও)

মেহের আফরোজ শাওন

ঢাকা: ইউটিউবে উন্মুক্ত শাওনের ইলশেগুঁড়ি মেহের আফরোজ শাওনের ‘ইলশেগুঁড়ি’।  বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হুমায়ূন আহমেদের প্রয়াণের পর এই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ এবং মিউজিক ভিডিওতে অংশ নিলেন তিনি।

 গানটি লিখেছেন জুলফিকার রাসেল, দুই বাংলার জনপ্রিয় শিল্পী সুরকার নচিকেতার সুরে গানটির সংগীত আয়োজন করেছেন তুনাই দেবাশীষ গাঙ্গুলি। কিন্নর দলের পরিবেশনায় ও ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ২২ এপ্রিল সন্ধ্যায় ইউটিউবে উন্মুক্ত হয় গানটির ভিডিও।

নিজের গান এবং গানের ভিডিওতে অভিনয় প্রসঙ্গে শাওন জানালেন- ‘এটা একটা ঘোর লাগা গান। এটা একটা মায়া ভরা গান । এতে প্রকৃতিতে ফিরে যাওয়ার ব্যাকুলতা আছে। নিজের মনের খাঁচা খুলে মুক্ত হওয়ার ইচ্ছা আছে। হাসতে মানা নাই, কাঁদতেও দ্বিধা নাই। আশা নিয়ে, মাথা তুলে বাঁচার আশা আছে। মিউজিক ভিডিওটা এই আবেগগুলো ধারণ করেই তৈরি হয়েছে।

গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।


সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!