• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ইচ্ছা করলেই রশিদ-মুজিবদের চার-ছক্কা মারা যায় না’


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০৯:১৭ পিএম
‘ইচ্ছা করলেই রশিদ-মুজিবদের চার-ছক্কা মারা যায় না’

ঢাকা: এক সময় মুত্তিয়া মুরালিধরণ, সাকলাইন মুশতাকদের ঘূর্ণি আতঙ্কে ভুগতেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তারা অবসর নেওয়ার এত দিন পর এসে দেখা যাচ্ছে রশিদ খান-মুজিব-উর-রহমানরা একেকজন মুরালি-সাকলাইন হয়ে উঠেছেন। এদের সামনে পড়লে বাংলাদেশি ব্যাটসম্যানদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। 

সাকিব বলেছেন স্কিলের ঘাটতির কথা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মোসাদ্দেক হোসেনও একই কথা বললেন,‘ স্কিলের ব্যাপারটি অনেক গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে। ওদের বেশিরভাগ স্পিনার রিস্ট স্পিনার। ওদের সামনে চাইলেই সবসময় ছয়-চার মারতে পারবেন না। স্কিলেরও একটু ব্যাপার আছে। তো আমার মনে হয় আমরা যেভাবে বাস্তবায়ন করছি সবগুলোই মোটামুটি ঠিক আছে। কিছু কিছু জায়গায় হয়ত একটু ঘাটতি রয়ে গেছে। এ কারণে হয়তোবা ছোট ছোট দূরত্ব তৈরি হচ্ছে, অল্প রানে আমরা ম্যাচ হেরে যাচ্ছি। আমি মনে করি এগুলো যত কমানো যায়, যত বেরিয়ে আশা যায় ততো আমাদের জন্য ভালো।'

তবে এ সমস্যা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোসাদ্দেকরা। আরেকটি হিসেবনিকেশ করে ক্রিকেট খেললে জয়ের সম্ভাবনা বেড়ে যাবে বলে মনে করেন এই তরুণ অলরাউন্ডার, 'আফগানিস্তানের সঙ্গে বিষয়টা হয় কি ওদের স্পিনার নিয়ে সবসময় কথাটা উঠে আসে বেশি। আমরা ম্যাচ হারছি ১৫/২০ রানে। ওদের যে স্পিনাররা আছে আমরা যদি আরেকটু হিসেব করে খেলি বা আরেকটু...যে ভুলগুলো করছি তা আরেকটু কমানো যায়। টি-টোয়েন্টিতে ১৬০ রান হবে এটাই স্বাভাবিক, সেখানে হয়তো আমরা ১৪৫ বা ১৫০ করতেছি। যে জায়গায় আমরা একটু বেশি তাড়াহুড়া করছি সে জায়গায় দ্রুত ভুল কমাতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যাবে।'

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!