• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইডেন টেস্টের টিকিট শেষ, কাউন্টারে হাহাকার


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৯, ২০১৯, ০৮:৪৭ পিএম
ইডেন টেস্টের টিকিট শেষ, কাউন্টারে হাহাকার

ঢাকা: ইডেন গার্ডেন্স সেজেছে বিয়ে বাড়ির সাজে। গোলাপি যজ্ঞের আবাহনে গোলাপি আলো, জায়গায় জায়গায় দেওয়ালের দখল নিয়েছে ‘গ্রাফিটি’। বিষয়, ক্রিকেটারের ক্যারিয়ারের শূন্য থেকে শিখরে উত্থানের উপাখ্যান। শহরজুড়েও গোলাপি উৎসব চলছে সমানতালে। কেষ্টপুর থেকে পার্ক স্ট্রিট। বেহালা থেকে গড়িয়াহাট। পার্ক সার্কাস থেকে মধ্যমগ্রাম। কোথাও বিলবোর্ড, কোথাও এলইডি ডিজিটাল বোর্ড। যা প্রতি মুহূর্তে শহরবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে, গোলাপি পক্ষের বোধন হয়ে গিয়েছে, অপেক্ষার আর কয়েকটা দিন। ইডেনে ভারতবর্ষের প্রথম দিন-রাতের টেস্টে আপনি স্বাগত!

কিন্তু ইডেনে ইতিহাসের সাক্ষী হতে যে টিকিট লাগবে? সেটি কে দেবে? টিকিট নিয়ে হাহাকার, ধুন্ধুমারের ইডেন! টাকা জমা দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না। চিৎকার, ধাক্কাধাক্কি এতটাই উচ্চগ্রামে ওঠে যে মধ্যস্থা করতে নামতে হয় সিএবি কর্মকর্তাদের। 

সিএবি-র কোনও কোনও কর্মকর্তা বলে দিয়েছেন, ভুল হয়েছে অনলাইনে বেশি টিকিট আগেভাগে ছেড়ে দিয়ে। আর সাধারণের জন্য কাউন্টারে টিকিট ছাড়ার উপায় নেই। অথচ লোকে ভিড় করে সকাল থেকে দাঁড়িয়ে। ইডেনের ঐতিহাসিক টেস্টে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মতো হাইপ্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্ব তো থাকছেনই। সঙ্গে ক্রিকেট ও বাদবাকি ক্রীড়াজগতের এখনও কনফার্মড লিস্টটা দেখে নিন সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, দিলীপ বেঙ্গসরকর, ফারুখ ইঞ্জিনিয়ার, মোহাম্মদ আজহারউদ্দিন, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, পিভি সিন্ধু, পুল্লেলা গোপীচাঁদ, মেরি কম, সানিয়া মির্জা, অভিনব বিন্দ্রা, বজরং পুনিয়া কে নেই? সঙ্গে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলা গোটা বাংলাদেশ দল। বাংলাদেশের কেউ কেউ বৃহস্পতিবার, কেউ কেউ শুক্রবার কলকাতা যাবেন।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!