• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইডেনে অন্য ভুমিকায় মাশরাফি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২০, ২০১৯, ০৮:১৩ পিএম
ইডেনে অন্য ভুমিকায় মাশরাফি

ঢাকা: ইডেনে ২২ নভেম্বর প্রথমবারের মতো গোলাপী বলে দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। পাঁচ দিনের দিন রাতের এই টেস্টের সুচনা হবে ঘণ্টা বাজিয়ে। ঘন্টা বাজিয়ে এই ম্যাচের সূচনা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঐতিহাসিক ইডেন টেস্টে থাকবেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। গোলাপি ইতিহাসে শামিল হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যাচ্ছেন তিনি। কেবল ক্রিকেটার নয়, একজন সাংসদও মাশরাফি। সেক্ষেত্রে বাংলাদেশের ওয়ানডে দলনেতা ইডেনে পা রাখবেন সাংসদের পোশাক পরেই।

তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলা বাংলাদেশ দলের সব ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে ইডেনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে প্রতিনিধি দল যাচ্ছে, তাতে রাজনীতি জগতের অনেকেই থাকছেন। মাশরাফি তাদেরই একজন।

বৃহস্পতিবারই সপরিবারে কলকাতায় যাচ্ছেন মাশরাফি। থাকবেন টেস্টের দ্বিতীয় বা তৃতীয় দিন পর্যন্ত। ক্রিকেট থেকে পুরোপুরি সরে না গেলেও রাজনীতির ময়দানেই এখন দিনের অনেকটা সময় কাটে মাশরাফির। মিরপুরে একটি অফিসও রয়েছে মাশরাফির।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!