• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতালিতে মৃত্যুর মিছিলে ২৪ ঘণ্টায় ৮১২ জন


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩১, ২০২০, ০৯:০৯ এএম
ইতালিতে মৃত্যুর মিছিলে ২৪ ঘণ্টায় ৮১২ জন

ছবি: ইন্টারনেট

ঢাকা: চীন থেকে ছড়ানো মহামারি করোনা ভাইরাসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতালিতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছেই মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে  প্রাণ হারিয়েছেন ৮১২ জন। 

এই সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজারেরও বেশি নাগরিক। সোমবার (৩০ মার্চ) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এ সব তথ্য জানান।

এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে অ্যাঞ্জেলো বোরেল্লি বলেন, ‘করোনায় ইতালিতে এখন পর্যন্ত মারা গেছে ১১ হাজার ৫৮১ জন। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। বর্তমানে ইতালিতে করোনা আক্রন্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৬৩৯ জন। আর এখন পর্যন্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৬২০ জন।’ 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!