• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইতিহাস সৃষ্টি করতে চায় বিএনপি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০১৬, ১২:৪৬ পিএম
ইতিহাস সৃষ্টি করতে চায় বিএনপি

সোনালীনিউজ ডেস্ক

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে ইতিহাস সৃষ্টি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন দলটির নেতাকর্মীরা। সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

এদিকে সমাবেশের অনুমতি পাওয়ার পর নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ সমাবেশ করার ঘোষণা দিয়ে দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, সমাবেশে দলের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি থাকবে।

ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে হাজারো নেতাকর্মী সমাবেশে অংশ নেবেন বলেও জানান তিনি।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত শীর্ষনেতাদের বৈঠকেও সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করার সুযোগ পাওয়ায় উজ্জীবিত তারা। এ সমাবেশে সর্বেচ্চ সংখ্যক নেতাকর্মীদের উপস্থিত করে নতুন ইতিহাস সৃষ্টি করতে চান তারা।

এদিকে খালেদা জিয়ার নির্দেশনা পাওয়ার পর থেকেই শীর্ষ নেতারা দলের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার কাজ শুরু করেছেন সোমবার রাত থেকেই।

জানা গেছে, সমাবেশ থেকে খালেদা জিয়া কোন কর্মসূচি ঘোষনা করবেন না। তবে কর্মসূচি ঘোষনা না করলেও প্রকাশ্যে জনসভা করার সুযোগ পাওয়ায় নতুন উদ্যোমে কাজ করার অনুপ্রেরণা পাবেন তারা।

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!