• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
স্প্যানিশ লা লিগা

ইতিহাস সৃষ্টির ম্যাচে মেসির ৪ গোল


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৯:৩৪ এএম
ইতিহাস সৃষ্টির ম্যাচে মেসির ৪ গোল

ঢাকা : লা লিগার ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছে সর্বোচ্চ গোলের তালিকায় বার্সেলোনা। এইবারকে পাঁচ গোলে হারিয়ে চূড়ায় পৌঁছেছে কাতালুনিয়ার দলটি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি রাতে এইবারের বিপক্ষে ৫-০ গোলে জেতার পর লা লিগায় বার্সেলোনার গোল হলো ৬ হাজার ১৫১টি। লেভান্তের মুখোমুখি হওয়ার আগে রিয়ালের গোল ৬ হাজার ১৫০টি।

চলতি আসরে শিরোপাধারীরা ২৫ ম্যাচে করেছে ৬২ গোল। এক ম্যাচ কম খেলা রিয়াল করেছে ৪৬ গোল। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ৬০ বছরের বেশি সময়ের অপেক্ষার অবসান হবে বার্সেলোনার। 

এদিকে গোলখরা কাটিয়ে ১৪ মিনিটে বার্সেলোনার হয়ে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জানুয়ারির ১৯ তারিখে সবশেষ গোল করেছিলেন মেসি। শনিবারের ম্যাচে মেসি একাই করেন চার গোল। শেষ পর্যন্ত ঘরের মাঠে এইবারকে ৫-০ গোলে হারায় কিকে সেতিয়েনের দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল কাতালানরা। 

ম্যাচের ১৪ মিনিটে অধিনায়ক মেসির গোলে এগিয়ে যায় বার্সা। মাঝমাঠে ইভান রাকিতিচের বাড়ানো বলে এইবার ডিফেন্ডারদের বোকা বানিয়ে ক্ষিপ্ত গতিতে ডি-বক্সের ভেতরে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। ৩৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি। এবার অ্যাসিস্ট আসে আঁতুরো ভিদালের পা থেকে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মেসি তুলে নেন চলতি মৌসুমে নিজের তৃতীয় হ্যাটট্রিক। ফরাসি ডিফেন্ডার আঁতোয়া গ্রিজম্যান বলের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হলেও ভুলে বসেন এইবার ডিফেন্ডার। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বল পেয়ে এইবার দুর্গে হুল ফোটান মেসি।

ম্যাচের তিন মিনিট বাকি থাকতে ডান প্রান্ত থেকে ভিদালের পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েন বার্সার হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ব্রাথওয়েট। তার দুর্দান্ত ক্রসে বল গোলরক্ষকের হাতে লেগে চলে যায় মেসির সামনে। এক ডিফেন্ডার ও গোলরক্ষকে কাটিয়ে নিজের চতুর্থ ও এবারের লিগে আঠারোতম গোলটি করেন লিও। মেসির চতুর্থ গোলের মিনিট দুয়েক পর এইবার কফিনে শেষ পেরেক ঢুঁকান মেলো আর্থার। 

বার্সেলোনার বড় ব্যবধানের এই জয়ে তৃপ্তির সুযোগ নেই। চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় রাউন্ডের অভিযান আরেকবার শুরু হচ্ছে মেসিদের। নাপোলির বিপক্ষে তারা খেলবে ৩ দিন পরই।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!