• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতিহাসে অধিনায়ক কোহলি


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১০, ২০১৮, ০৬:০৫ পিএম
ইতিহাসে অধিনায়ক কোহলি

ছবি: সংগৃহীত

ঢাকা: উপমহাদেশের কোনও অধিনায়কই যেটা করতে পারেননি, তাই করে দেখালেন বিরাট কোহলি। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জিতে ইতিহাস গড়লেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।  

কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট ৩১ রানে জিতে নেয় টিম ইন্ডিয়া। বছরের শুরুতে কোহলির নেতৃত্বে জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ভারত। তারপর ট্রেন্টব্রিজে ইংল্যান্ডকে ২০৩ রানে হারিয়েছিল বিরাট কোহলির দল। এবার অ্যাডিলেড টেস্ট জিতে আরও একটি রেকর্ড গড়েছেন কোহলি।

এছাড়াও ১৯৬৮ সালের পর একই বছরে দ্বিতীয়বারের মত এশিয়ার বাইরে তিনটি টেস্ট জয়ের রেকর্ডও গড়লো ভারত। এর আগে প্রথমবার ১৯৬৮ সালে এক বছরে এশিয়ার বাইরে ৬টি টেস্ট খেলে ৩টি ম্যাচ জিতেছিলো টিম ইন্ডিয়া।

ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন, কপিল দেব, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বিষেন সিং বেদি, মনসুর আলী খান পতৌদি, বিজয় হাজারে, ভিনু মানকড়ের মতো অধিনায়কেরাও এই রেকর্ড গড়তে পারেননি। তিন দেশের মাটিতে জিততে পারেননি পাকিস্তানের ইনজামাম উল হক, ওয়াসিম আকরাম, জহির আব্বাস, হানিফ মোহাম্মদ, মিসবাহ উল হক, হানিফ মোহাম্মদ, ইন্তিখাব আলমরা।

কিংবা শ্রীলঙ্কার সনৎ জয়াসুরিয়া, অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে থেকে বাংলাদেশের হাবিবুল বাশার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম- উপমহাদেশের কোনো অধিনায়কই এই কীর্তি গড়তে পারেননি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!