• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইনজুরির কারনে ছিটকে গেলেন মিলনি


স্পোর্টস ডেস্ক মে ৮, ২০১৬, ০৮:৫৮ এএম
ইনজুরির কারনে ছিটকে গেলেন মিলনি

আইপিএলের চলতি আসরে ইনজুরি তালিকার সবশেষ নাম অ্যাডাম মিলনি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন নিউজিল্যান্ড পেসার। ইতোমধ্যেই নাকি দেশে ফিরে গেছেন ২৪ বছর বয়সী এ ডানহাতি উদীয়মান বোলার।

এর আগে কেভিন পিটারসেন, ফাফ ডু প্লেসিস, লেন্ডল সিমন্সের মতো তারকা ক্রিকেটাররা ইনজুরির কবলে পড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেন। দীর্ঘদিনের হাঁটুর সমস্যার কারণে লাসিথ মালিঙ্গার তো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠেই নামা হয়নি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচেই (১২ এপ্রিল) একাদশে ছিলেন মিলনি। দল জিতলেও সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে একটি উইকেট লাভ করেন। এরপর আর টিমে জায়গা হয়নি। এবার তো তার আইপিএলই শেষ!

বেঙ্গালুরু টিমে ইনজুরি ঝড়টা যেন বোলারদের ওপর দিয়েই যাচ্ছে! মিচেল স্টার্ক তো এবারের আসর থেকেই ছিটকে পড়েন। পরে এ কাতারে যুক্ত ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। এবার নাম লেখালেন মিলনি।

মিলনির অনুপস্থিতিতে বেঙ্গালুরুর পেস বোলিং অ্যাটাকে বিদেশীদের মধ্যে এখন আছেন শেন ওয়াটসন, ডেভিড উইসি, ক্রিস জর্ডান ও কেন রিচার্ডসন। বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের মতো বিশ্বখ্যাত ব্যাটসম্যানদের নিয়েও ধুঁকছে বেঙ্গালুরু। কারণ একটাই! বোলিং দুর্বলতাই ভোগাচ্ছে কোহলির বেঙ্গালুরুকে। সাত ম্যাচে মাত্র দুই জয়ে টেবিলে সাত নম্বরে থাকাটা তো সেটিই প্রমাণ করছে।

সোমবার নিজেদের পরবর্তী ম্যাচে তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে বেঙ্গালুরু। মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!