• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৯, ২০১৯, ০৩:০৭ পিএম
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯

ঢাকা : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। এখনো অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে।

পূর্ব প্রান্তিক প্রদেশ পাপুয়াতে শনিবার (১৬ মার্চ) থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে হতাহতের এ ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেনটানি অঞ্চল। সেখানে পাহাড় থেকে ভূমিধস হয়ে মাটি ও গাছপালা উপড়ে নদী ও নিচে থাকা বাড়িঘরের ওপর পড়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত বাড়িঘরের ধ্বংসস্তুপ থেকে ৮৯ জনের মরদেহে এবং ১৪৯জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনো আরও ৭৪ জন নিখোঁজ রয়েছে।

পাপুয়া মিলিটারি মুখপাত্র কর্নেল মুহাম্মাদ আইদি বলেন, সামরিক বাহিনীর সদস্য ও পুলিশসহ এক হাজার ৬০০ এর বেশি উদ্ধাকাকর্মী নিয়োজিত রয়েছেন। তবে ভারী সরঞ্জামের অভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!