• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ৪২ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৭, ২০১৯, ০১:১৫ পিএম
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ৪২ জনের মৃত্যু

ইন্দোনেশিয়া: দেশটির সর্ব পূর্বের প্রদেশ পাপুয়ায় আকস্মিক বন্যায় কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থানা সংস্থার কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন।

ইন্দোনেশিয়ার একজন কর্মকর্তা কোরি সিমবোলন বলেন, প্রাদেশিক রাজধানী জয়াপুরার কাছে সেনতানি এলাকায় শনিবার থেকে ভারী বৃষ্টিপাতের ঘটনায় বন্যার সৃষ্টি হয়েছে।

আকস্মিক এই বন্যায় কমপক্ষে নয়টি বাড়ি ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতপো পুরউ নুগরোহো। তিনি বলেন, অনুসন্ধান ও উদ্ধার টিমের সদস্যরা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।

নুগরোহো এক বিবৃতিতে জানান, পানি এখন কমতে শুরু করেছে। কিন্তু আকস্মিক বন্যার কারণে কাদামাটি, গাছের গুড়ি ও অন্যান্য বস্তু পানির সঙ্গে ভেসে এসেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আরও বলেন, বন্যাকবলিত হয়ে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পর ১২০ জনের বেশি বাসিন্দা সরকারি অফিসে আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, সরকারি সংস্থা, রেডক্রস ও স্বেচ্ছাসেবীরা বাস্তুচ্যুতদের সাহায্যে কাজ করে যাচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!