• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ত্রাণের জন্য হাহাকার


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২, ২০১৮, ০৯:৪০ পিএম
ইন্দোনেশিয়ায় ত্রাণের জন্য হাহাকার

ত্রানের জন্য দূর্গত মানুষের দীর্ঘ লাইন

ঢাকা: ইন্দোনেশিয়ার ভূমিকম্প এবং সুনামি দূর্গত এলাকার মানুষ ত্রাণের অভাব, উদ্ধার কাজে ধীরগতি, অব্যবস্থাপনা, মার্কেটগুলোতে লুটপাট-চুরি ইত্যাদি কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বিদেশি ত্রাণ এসে না পৌঁছানোয় ত্রাণের সরবরাহতেও ঘাটতি রয়েছে। খবর এপির

ভূমিকম্প ও সুনামি আঘাত হানার চারদিনের মাথায় শহরটিতে ক্ষোভের বিস্ফোরণও ঘটেছে। অধিবাসীরা ত্রাণ দিতে আসা গাড়িতে হামলা চালিয়েছেন, উদ্ধার কাজ নিয়ে অসন্তোষ জানাতে বিক্ষোভও করেছেন। অনেকে ত্রাণকাজে দেশটির প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন।

সোমবার (১ অক্টোবর) অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে একজন বলেন, ‘এখনও সহায়তা পৌঁছায়নি এমন অনেক এলাকা রয়েছে।’

বাসিন্দাদের অভিযোগ, ত্রাণ বন্টনে অব্যবস্থাপনা বেশি। সব এলাকায় সমানভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে না।

ইন্দোনেশিয়া সরকার বিদেশি সাহায্য গ্রহণ করার ঘোষণা দিয়েছে। ত্রাণ পাঠানোর আগ্রহ জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, চীন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এরই মধ্যে ৩ লাখ ৬০ হাজার ডলার অর্থ সহায়তা ঘোষণা করেছে।

তবে ত্রাণ বন্টন কাজে আন্তর্জাতিক সংস্থাগুলোকে যুক্ত করতে না পারলে সমস্যা আরো তীব্র হবে বলে মনে করছেন স্থানীয়রা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!