• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৭, ২০২০, ০২:২০ পিএম
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ইন্দোনেশিয়ায় মঙ্গলবার সকালে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণপূর্ব বালির ৮০০ কিলোমিটার অভ্যন্তরে কম্পনটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৬।

কম্পনের প্রাবল্যের কারণে ওই এলাকাজুড়ে সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে দ্য ব্যুরো অব মেটেরোলজি-র পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, সুনামির কোনও আশঙ্কা নেই।

এদিনের কম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে অন্তত ৫২৮ ফুট নিচে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, জাভার কেন্দ্রে অবস্থিত বাতাং উপকূলেও এদিন ভারী কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের রিং অব ভলকানো-র ওপর অবস্থিত ইন্দোনেশিয়া। অর্থাৎ, ভৌগোলিক কারণেই ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। সূত্র: নিউজ ১৮।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!