• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৫, ২০১৯, ১২:১৮ পিএম
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

ঢাকা : ইন্দোনেশিয়ার মোলাক্কা সমুদ্রবর্তী উপকূলে ৭.৪ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলে সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৫ নভেম্বর) মাঝরাতের দিকে উত্তর মালাকু প্রদেশের তেরনাতে এলাকা থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিম উপকূলে এটি আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানায়, ভূমিকম্পটি আঘাত হানার ২৬ মিনিট পরে উত্তর মালাকু তেরেনাতে শহরে ৬ সেন্টিমিটারের একটি সুনামি আঘাত হানে। এছাড়া ৫১ মিনিট পর উত্তরা সুলায়েসির বাইতুং শহরে ১০ সেন্টিমিটারের আরেকটি সুনামি আছড়ে পড়ে।

ভূমিকম্পের দুই ঘণ্টা পর উত্তর সুলায়েসি ও উত্তর মালাকু অঞ্চল থেকে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। এসব অঞ্চলের অধিবাসীদের পুনরায় ঘরে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এ ব্যাপারে এখনো তারা তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!