• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইবিতে অপেক্ষমানদের সাক্ষাৎকার শুরু রোববার


সাইফুল্লাহ হিমেল, ইবি ডিসেম্বর ৮, ২০১৮, ০৫:৪২ পিএম
ইবিতে অপেক্ষমানদের সাক্ষাৎকার শুরু রোববার

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ অনার্স প্রথমবর্ষের ভর্তিতে মেধা তালিকার ভর্তি শেষে ৬৩১টি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসন পূরণের লক্ষ্যে রোববার থেকে শুরু হচ্ছে অপেক্ষমাণ তালিকার সাক্ষাৎকার। শনিবার (৮ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে অ্যাকাডেমিক শাখার পরিচালক এ টি এম এমদাদুল হক সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেন।

'এ' ইউনিটের ২৪০ টি আসনের মধ্যে ১৮টি, ও 'বি' ইউনিটের ১ হাজার ৩৫টি আসনের মধ্যে ২৫৬ আসন ফাঁকা রয়েছে। 'সি' ইউনিটের ৪৫০টি আসনের মধ্যে ১১২টি, 'ডি' ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৪৫টি আসন ফাঁকা রয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) ‘এ’ এবং ‘সি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার স্ব স্ব ইউনিট সমন্বয়কারী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রার্থীকে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

‘বি’ ও ‘ডি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। প্রার্থীকে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!