• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরাক-ইরানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০০


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৩, ২০১৭, ০১:১৪ পিএম
ইরাক-ইরানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০০

ঢাকা: ইরাক ও ইরানের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় সোমবার (১৩ নভেম্বর) ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। আহত হয়েছে ১৮০০ মানুষ।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। 

নিহতেরে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে দুই দেশেরই কর্তৃপক্ষ। ভূমিকম্পের সময় দুই দেশের সীমান্তবর্তী ওই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন এ সময় বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

ইরানের জরুরি সেবা বিষয়ক প্রধান কর্মকর্তা পীর হোসেইন কুলিভান্দ রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইএনএন’কে বলেছেন, সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরের সারপোল-ই-জাহাদ শহরে অনেকে হতাহত হয়েছে। ভূমিধসের কারণে উদ্ধার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!