• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরাকে বাংলাদেশি শ্রমিককে গুলি করে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১২, ২০২০, ০১:৩১ পিএম
ইরাকে বাংলাদেশি শ্রমিককে গুলি করে হত্যা

ছবি: ইন্টারনেট

ঢাকা: ইরাকে এক বাংলাদেশি শ্রমিককে গুলি করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ভেবে শ্রমিককে গুলি করে হত্যা করা হয়।

এ বিষয়ে সিরিয়ার কুর্দি পরিচালিত মানবাধিকার সংস্থা এবং ইরাকের গণমাধ্যম সূত্রে জানা যায় আইএস জঙ্গি ভেবে ভুলবশত ওই বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। তারা জানায়, দেশটির মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরে এ ঘটনা ঘটে।
 
সম্প্রতি মাখমৌর জেলায় আইএসবিরোধী অভিযান চালিয়েছে ইরাকি সেনাবাহিনী। এতে ২৫আইএস জঙ্গি নিহত হয়েছে। রোববার থেকে সোমবার এই অভিযান চালানো হয়। এর একদিন পরই আইএস ভেবে বাংলাদেশি শ্রমিকদের ওপর গুলি চালায় ইরাকি সেনাবাহিনী।

জানা যায়, কুর্দিস শহরের মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন ৪বাংলাদেশি। তবে সে এলাকায় ঢোকার আগ মুহূর্তেই ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাতে ঘটনাস্থলেই ওই বাংলাদেশি শ্রমিক নিহত হয়। এছাড়া আরও তিন জন বাংলাদেশিকে আহত অবস্থায় আটক করা হয়।

এদিকে, মাখমৌরের মেয়র রিজকার মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!