• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরান-পাকিস্তান সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০১৬, ০৭:২০ পিএম
ইরান-পাকিস্তান সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, পাকিস্তান যে কোনো কঠিন পরিস্থিতিতে ইরানের সমর্থন পেয়েছে। তবে একটি মহল দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। পাক স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেছেন, ভারতীয় গুপ্তচর আটকের বিষয়টির সমাধান হবে। এর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।
এ সময় তিনি ইরানকে ভ্রাতৃপ্রতীম প্রতিবেশি দেশ হিসেবে উল্লেখ করেন এবং ভারতীয় গুপ্তচর আটক ইস্যুতে ইরানকে টেনে না আনার আহ্বান জানান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানি প্রেসিডেন্টের সাম্প্রতিক পাকিস্তান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং দুই দেশ এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। গত ২৫ মার্চ ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পাকিস্তান সফর করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!