• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইরানে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৪:১৬ পিএম
ইরানে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪

ঢাকা : ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ইরানে এ ভাইরাসে চার জনের মৃত্যু হলো।

এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরো ১৪ জন।

এ পর্যন্ত ইরানের কোম, তেহরান ও গিলান প্রদেশে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। প্রথম দুই ব্যক্তি কোমে মারা গেছেন। এ কারণে ধারণা করা হচ্ছে ওই শহর থেকেই ভাইরাস ছড়িয়ে পড়ছে।

একটি সূত্র জানিয়েছে, কোমে চীনা শ্রমিক রয়েছেন, হয়তো তাদের মাধ্যমেই ভাইরাসটি প্রদেশের কোনো কোনো বাসিন্দার দেহে প্রবেশ করেছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনা ভাইরাস।

এখন পর্যন্ত এটি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অন্তত ২৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!