• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত


আন্তর্জাতিক ডেস্ক  ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৯:৫১ এএম
ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত

ঢাকা : চীনের প্রাণঘাতি করোনাভাইরাসে মধ্যপ্রাচ্যের দেশে ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাজ হারিরজি আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত দেশটিতে করোনায় মৃত হয়েছে ১৫ জনের।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) একটি ভিডিও বার্তায় তিনি একথা জানান।

ভিডিওতে তিনি বলেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত। গতকাল রাত আমার শরীরে জ্বর আসে। তারপর প্রাথমিক পরীক্ষায় আমার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে আমি নিজেকে আলাদা করে রেখেছি। কিছুক্ষণ আগে আমাকে জানানো হয়েছে চূড়ান্ত পরীক্ষায়ও আমার শরীরে করোনার উপস্থিতি রয়েছে।

ইরানের স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইরানে এখনও পর্যন্ত মোট ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে প্রাণ হারিয়েছেন ১৫ জন।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা এখন ২ হাজার ৭০৫ জন। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসটিতে ৮০ হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন। চীনের পর ৯৭৭ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে মৃতের সংখ্যা ১০। তবে চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু ইরানে ১৫ জন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!