• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির ভূমিকায় ক্ষোভ সিইসির


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০১৮, ০২:০৮ পিএম
ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির ভূমিকায় ক্ষোভ সিইসির

ঢাকা: ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে  এম নুরুল হুদা। 

বুধবার (৫ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের নির্দেশনা অনুষ্ঠানে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

এসময় অন্যান্য কমিশনারার বলেন, কোন অবস্থাতেই নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করতে দেয়া যাচে না। আইনের যথযথ প্রয়োগ নিশ্চিত করতে এসব যুগ্ম জেলা জজ ও সহকারী জেলা জজদের নির্দেশনা দেন তারা। 

কমিশনাররা বলেন, রাগ অনুরাগের উর্ধ্বে উঠে সকলকে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসিসহ অন্যান্য কমিশনাররা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!