• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইশরাকের প্রচারণায় হামলা, সাংবাদিকসহ আহত অনেকে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০২০, ০২:৪৪ পিএম
ইশরাকের প্রচারণায় হামলা, সাংবাদিকসহ আহত অনেকে

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের নির্বাচনের প্রচারণায় রাজধানীর গোপীবাগে দক্ষিণ বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর একটার দিকে গণসংযোগে এ হামলা চালানো হয়। এতে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়া দিগন্ত-এর সাংবাদিক ইকবাল মজুমদার তৌহিদ, সময় টিভির চিত্রগ্রাহক আশরাফুল হক, বাংলাভিশেনের চিত্রগ্রাহকসহ বেশ কয়েকজন সাংবাদিক ও বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন।

জানা যায়, রোববার সকাল সাড়ে ১১ টায় নির্বাচনী প্রচারণা শুরু করে রাজধানীর গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে দিয়ে গণসংযোগ করার সময় রাস্তার দুপাশ থেকে বেশ কয়েকজন দুর্বৃত্ত ইশরাক হোসেনসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়।

এরপর থেকে একটানা প্রায় ১৫-২০ মিনিট যাবৎ দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও রড-লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষসহ ধাওয়া-পাল্টা ধাওয়া চললেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যদের ঘটনাস্থলে দেখা যায়নি। প্রায় আধা ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষের পর বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন তার গোপীবাগের বাসায় অবস্থান করছেন।

এদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা চালানোর নামে নৌকার সমর্থকরা গত কয়েকদিন ধরে রাজধানীর গোপীবাগ এলাকায় শোডাউন দিচ্ছেন। কখনো পায়ে হেঁটে, আবার কখনো মোটর সাইকেল নিয়ে শোডাউন দিচ্ছে নৌকার সমর্থকরা।

গোপীবাগ এলাকায় বসবাসকারী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েকদিন ধরেই নৌকার সমর্থকরা গোপীবাগ এলাকায় শোডাউন দিচ্ছে। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে গোপীবাদের রামকৃষ্ণ মিশনের সামনে দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে নৌকার সমর্থকরা শোডাউন দেন। এসময় তারা রাস্তা আটকিয়ে বিভিন্ন ‘উত্তেজক’ স্লোগান দেন। এসময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!