• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসমাইল দ্রুততম মানব, মানবী শিরিন


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৯, ০৯:৫০ পিএম
ইসমাইল দ্রুততম মানব, মানবী শিরিন

ছবি: খন্দকার তারেক

ঢাকা: রেকর্ড গড়ে ৪২তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দ্রুততম মানবের মুকুট মাথায় তুলেছেন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। বিকেএসপির হাসান মিয়াকে হারিয়ে খেতাব জিতে নেন নৌবাহিনীর এই অ্যাথলেট। অন্যদিকে, এবারও দ্রুততম মানবী হয়েছেন নৌবাহিনীর শিরিন আক্তার। টানা অস্টমবারের মতো এই এই খেতাব অর্জন করলেন তিনি।  

শনিবার (২৪ জানুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে সামার অ্যাথলেটিকসে দ্রুততম মানব হওয়া হাসান মিয়ার সঙ্গে ১০০ মিটার স্প্রিন্টে প্রতিদ্বন্দ্বিতা করে ১০.২০ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন দীর্ঘদেহী ইসমাইল। এদিন নৌবাহিনীর এই অ্যাথলেট ভেঙে দেন ১৯৯১ সালে গড়া গোলাম আম্বিয়ার ১০.৪০ সেকেন্ডের রেকর্ড। বিকেএসপির হাসান মিয়া ১০.৩০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও নৌবাহিনীর রাকিবুল ইসলাম ১০.৪০ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়।

দ্রুততম মানবের খেতাব জিতে ইসমাইল বলেন, ‘৬ বছর আগে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অ্যাথলেটিকস করতাম। তখন থেকেই জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার আগ্রহ ছিল। আগে লং জাম্পে ভালো করা পরও সুযোগ-সুবিধা তেমন পাইনি। ১০০ মিটারের দিকে সবার দৃষ্টি থাকে। নিজের সংস্থাতে হিটে সেরা হয়েছি। এখন জাতীয় আসরে সেরা হলাম। বেশ ভালো লাগছে।’

তিনি বলেন, ‘১০০ মিটারে প্রথম দাঁড়িয়ে খুব টেনশনে ছিলাম। রফিকুল্লাহ মিলন স্যার আমাকে উৎসাহ দিতেন। আমার শারীরিক গঠন দেখে তিনি শটপুট খেলতে বলেন। আমিও এ ইভেন্ট বেছে নেই। এই সাফল্য ধরে রেখে এসএ গেমসে ভালো করতে চাই।’

এদিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে টানা আটবারের মেতা দ্রুততম মানবীর খেতাব জিতে নিয়েছেন নৌবাহিনীর শিরিন আক্তার। অস্টম খেতাব জেতার পথে তিনি সময় নিয়েছেন ১১.৮০ সেকেন্ড। দশ সেকেন্ড সময় বেশি নিয়ে, অর্থাৎ ১১.৯০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন একই সংস্থার সোহাগী আক্তার। তৃতীয় হয়েছেন শরিফা খাতুন। তিনি সময় নিয়েছেন ১২.৩০ সেকেন্ড সময়।  

উচ্ছ্বসিত শিরিন, ‘সেরা হতে পেরে বেশ ভালো লাগছে। আমার চেষ্টা ছিল। এই প্রতিযোগিতা শুরুর আগে পরিশ্রম করেছি। সামনের দিকে আরও ভালো করতে চাই।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!