• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসলামী জোটগুলো সরকারের অধীনে নির্বাচনে পস্তুত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৭, ২০১৮, ০১:২৮ পিএম
ইসলামী জোটগুলো সরকারের অধীনে নির্বাচনে পস্তুত

ঢাকা : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী বলেছেন, ইসলামী জোটগুলো এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছে।

দলটি আরও কয়েকটি ইসলামী দলকে সঙ্গে নিয়ে মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেছে। সংলাপের আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐক্যফ্রন্টের চেয়ারম্যান এ মন্তব্য করেন।

আবদুল লতিফ নেজামী বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতসহ আরো অনেক দেশে ক্ষমতাসীন সরকারের অধীনে বা সংসদ রেখেই নির্বাচন হওয়ার পদ্ধতি অনুসরণ করা হয়। আমাদের দেশেও ওই পদ্ধতিই অনুসরণ করা উচিত বলে আমার মনে হয়।’

তবে কী নিয়ে এই সংলাপ, জানতে চাইলে আবদুল লতিফ নেজামী বলেন, নির্বাচনের সময় অন্তর্র্বতীকালীন সরকারের দাবি নিয়ে বিরোধী জোটগুলোর সঙ্গে সরকারের দ্ব›েদ্বর সমাধান খোঁজার উদ্দেশে এই সংলাপ। নির্বাচনকালীন সরকারের যে দাবি বা বিতর্ক তা সমাধানের লক্ষ্যে আইনগত ও সাংবিধানিক বিশ্লেষণের মাধ্যমে রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান করা বাঞ্ছনীয়। তিনি বলেন, এই বিষয়ে একটি স্থায়ী আইন করা প্রয়োজন যেন ভবিষ্যতে নির্বাচনের সময় এ বিষয়ে কোনো বিতর্ক তৈরি না হয়।

সংলাপে ইসলামী দলগুলোর দাবি প্রসঙ্গে আবদুল লতিফ নেজামী বলেন, ‘সারা দেশে হাজার হাজার আলেম ওলামা মামলায় জর্জরিত, আমরা সরকারের কাছে দাবি জানাব তাদের এসব মামলা যেন প্রত্যাহার করা হয়।’ এ ছাড়া নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো যেন নিরপেক্ষ ভ‚মিকা পালন করে সেই দাবিও জানাবেন ইসলামী দলগুলোর নেতারা।

নির্বাচনের আগে কয়েকটি বিরোধীদলের সাথে সংলাপ সীমাবদ্ধ না রেখে সব রাজনৈতিক দলের সঙ্গে পরিচালনা করার সিদ্ধান্তকেও ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে সাধুবাদ জানান নেজামী। গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসেন প্রধানমন্ত্রী। এরপর বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও জাতীয় পার্টির সঙ্গেও সংলাপ করেন তিনি। এরই ধারাবাহিকতায় গতকাল ইসলামী ঐক্যজোট, মুসলিম লীগ, জাকের পার্টি, সম্মিলিত ইসলামী জোটসহ আরো কয়েকটি দলের সঙ্গে সংলাপ চলছে। বিকেলে বামপন্থী কয়েকটি সংগঠনের জোটের সঙ্গেও বসবেন প্রধানমন্ত্রী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!