• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
নির্বাচন পেছানোর দাবি

ইসি সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০২০, ০২:২১ পিএম
ইসি সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে

ঢাকা : ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আজ টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১৮ জানুয়ারি) রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। অনশনকারী শিক্ষার্থীরা বলেন, তারিখ বদলানোর ইস্যুতে নির্বাচন কমিশনের কোনো উদ্যোগ না নেয়াটা দুঃখজনক।

সরস্বতী পূজার দিনে, ভোট দিয়ে ইসি সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে কিনা তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন তারা। অনশন কর্মসূচি পালনে, অসুস্থ হয়ে পড়েছেন, ১৩ জন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

তবে ওইদিন দেশব্যাপী উদযাপিত হতে যাওয়া হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে গত ৬ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। পরে গত ১৪ জানুয়ারি রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!