• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসি’র সকল প্রচেষ্টা এবং প্রয়াস সার্থক


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০৪:২৩ পিএম
ইসি’র সকল প্রচেষ্টা এবং প্রয়াস সার্থক

ঢাকা: একাদশ জাতীয় সংসদ ভোটে নির্বাচন কমিশন ইসির সকল প্রচেষ্টা এবং প্রয়াস সার্থক হয়েছে বলে মন্তব্য করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপজেলা পরিষদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন।

একাদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার সারিবদ্ধভাবে উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে, নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য উপস্থিত থাকেন। এটা আমাদের এ সকল দেশের একটা বৈশিষ্ট্য। সেই নির্বাচন পরিচালনার দায়িত্ব আমাদের হাতে। সেই দিক দিয়ে কিন্তু আপনাদের আদালাভাবে আনন্দ এবং গুরুত্ব বহন করার কথা।

প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, যারা কাজ করেন তাদের প্রতি আমি সবসময় আস্থাশীল। কাজ করতে গিয়ে হয়তো ভুলভ্রান্তি হতে পারে অনাকাঙ্ক্ষিতভাবে। কিন্তু আমি বিশ্বাস করি না যে, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে ডিগ্রিধারী একটা লোক এদেশে যারা জীবন শুরু করেছে প্রথম শ্রেণির নাগরিক হিসেবে, যাদের মধ্যে অনেকেই বিচারকি দায়িত্ব পালন করেছেন। অনেকেই নির্বাচনের মতো স্পর্শকাতর নির্বাচন পরিচালনার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। তাদের হাতে নির্বাচন কখনো প্রশ্নবিদ্ধ হতে পারে না।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!