• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসির সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে বিএনপি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২০, ০২:১০ পিএম
ইসির সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে বিএনপি

ঢাকা : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে বিএনপি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছে চার সদস্যের এক প্রতিনিধি দল।

ইসির পক্ষ থেকে সিইসি কে এম নুরুল হুদাসহ বৈঠকে উপস্থিত রয়েছেন— নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম। এছাড়াও উপস্থিত রয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সদ্য অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে পারে বিএনপি।

চট্টগ্রাম-৮ আসন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হলেও অনিয়মের অভিযোগ রয়েছে।

ঢাকার দুই সিটি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সরকারি দল আওয়ামী লীগ একাধিকবার বৈঠক করেছে ইসির সঙ্গে। জাতীয় পার্টির প্রতিনিধিরাও ইসির সঙ্গে বৈঠক করেছে। আজ দ্বিতীয় দফায় ইসির সঙ্গে বৈঠক করছে বিএনপি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!